নড়াইল প্রতিনিধিঃ
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এসো মাদক প্রতিরোধ করি,সুস্থ সুন্দর জীবন গড়ি, স্লোগানে নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর বিকাল ৪ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে নড়াইলের কুড়িরডোবের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।
খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল দল বনাম এগিয়ে চলো ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস।
বিশেষ অতিথি বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বাশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুর রশিদ মন্নু,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক শাহরিয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন মাদক থেকে বিরত থাকার প্রধান উপায় খেলাধুলায় অংশগ্রহণ করা।