মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে উপজেলার পৌর এলাকা থেকে ৫ বোতল ভারতীয় ( Royel Stag, 375 ml.) মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৩/১০/ মঙ্গলবার দিবাগত রাত পৌনে দশটার দিকে পৌর সভার কাচারীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার কাচারীপাড়া মহল্লার শান্তি চন্দ্র মন্ডল এ-র ছেলে, (১)সাগর চন্দ্র মন্ডল (২০) এবং একই গ্রামের মৃত্যু রতন সূত্রধর এ-র ছেলে,(২) রাতুল সূত্রধর,(১৯) (৩) ভজন (২৮) পিতা মৃত্যু, মৃত্যুঞ্জয়, সাং মরাখালী,নালিতাবাড়ী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ৫ বোতল( Royel Stag) সহ দুই মাদক কারবারিকে আটক করগে সক্ষম হয়।ঘটনাস্থান থেকে একজন পালিয়ে যায় । পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পলাতক মাদক কারবারি, ভজন এ-র বসত বাড়ীর গোয়ালঘরের মাটির নিচ থেকে আরো ৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, গোপন সংবাদ এর মাধ্যমে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল শহরের কাচারীপাড়া এলাকা থেকে দু’জনকে ধরতে সক্ষম হয় একজন পালিয়ে যায়। তবে সবাইকে আসামী করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের সকাল ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদদাতা, মো: জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি।
Leave a Reply