মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা গেছে , রোববার রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধ্যানে পাহাড় থেকে ছোট গজনী এলাকায় আমন ধান ক্ষেতে নেমে আসে। এসময় গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে সব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। সকালে বন বিভাগ জানতে বড় আকারের ৩৫বছর বয়সী পুরুষ বন্যহাতির একটি মৃতদেহ পরে আছে। বিকালে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্তের পর হাতির মৃতদেহটি মাটি চাপা দেয়া হয়। সচেতন মহলের ধারনা হাতিটি বৈদ্যুতিক সকে মারা যেতে পারে। অভিযোগ রয়েছে বন কর্মকর্তা কর্মচারীদের অসচেতনতা ও গাফিলতির কারনে গারো পাহাড়ে একের পর এক হাতি হত্যার ঘটনা ঘটছে। এ অভিযোগ পরিবেশ বাদি সংগঠের নেতাদের। হাতির মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন হাতি মৃত্যুর বিষয়ে বন বিভাগের কোন গাফিলতি নেই। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, হাতিটি কিভাবে মারা গেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।
সংবাদদাতা, মো: জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply