পিরোজপুর প্রতিনিধি:-
“শিশুর জন্য বিনিয়োগ করি,
ভবিষ্যতের বিশ্ব গড়ি”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ২০২৩ পালিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্দীপন মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, সহকারী কমিশনার ভূমি, পিরোজপুর সদর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, জোনাল ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর জোন। সভাপতিত্ব করেন মোঃকাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আবু রাইহান শিশুদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উদ্দীপন শিশু ও যুব ক্লাব সদস্য পূজা সরকার ও অভি সরদার। অতিথিরা তাদের বক্তব্যে বলেন শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশুর সাথে বৈষম্য, শিশু পাচার এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ হলে ও শিশুর নিরাপত্তা নিশ্চিত হলে শিশু অধিকার নিশ্চিত হবে। এবং শিশু অধিকার নিশ্চিত করা অভিভাবক ও সমাজের দায়িত্ব কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ হয়ে দেশ গড়ার একজন কারিগর হবে তাই শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব ।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply