পিরোজপুর প্রতিনিধি:-
দিন যতোই যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসছে। মাঠ-ঘাট থেকে শুরু করে পাড়া-মহল্লা কিংবা হাটে বাজারে ইতোমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকাল-সন্ধ্যায় ছোট ছোট স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে কে হবেন যোগ্য প্রার্থী এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন কেউ কেউ।
তবে এলাকার উন্নয়নের স্বার্থে (পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানী ) পিরোজপুর ১আসন থেকে লাঙ্গলের মনোনয়ন চান,
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।
পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের কাছে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান। সৎ, যোগ্য, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেশি পরিচিত।
অত্র অঞ্চলের জনগন তাকে একজন সাদা মনের মানুষ হিসেবে জানে। একারণেই এই তিন উপজেলার মানুষের কাছে তিনি জনপ্রিয়।
সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের সুনাম অক্ষুন্ন রেখে পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানী -১ আসনে উন্নয়নে জন্য কাজ করতে চান অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।
উন্নয়ন,জনগণ ও দলের স্বার্থে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান এক আপোষহীন নাম।
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে তার রয়েছে তার পৈতৃক বাড়ি।
এখান থেকেই তিনি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, তার বাবা মরহুম মোহাম্মদ আলী খান ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মা মরহুমা সুফিয়া বেগম ( রত্নগর্ভা) এর সাত সন্তানের মধ্যে সেজো সন্তান অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।
অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান এর কাছে পিরোজপুর জেলার
বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন লোকজন তাদের ব্যক্তিগত সমস্যা ও আইনি সহায়তা জন্য তার দ্বারস্থ হন,
তিনি ফ্রি আইনি সহায়তা প্রদান করেন এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করেন।
এছাড়াও তিনি এই আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন , মসজিদ-মন্দীর নির্মাণ ও পুনঃ সংস্কার, ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজস্ব উদ্যোগে সমর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা প্রদান করে থাকেন।
পিরোজপুর জেলা জাতীয় পার্টি,জেলা জাতীয় যুব সংহতি, তরুণ পার্টি, কৃষক পার্টি, ওলামা পার্টি সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনকে তিনি এক কাতার এনে দাঁড় করিয়েছেন ।
জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সেলিম বলেন অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।
অত্যন্ত ভালো মানুষ, তিনি লাঙ্গল বা জোট মহাজোট যেখান থেকেই মনোনয়ন পান না কেন পিরোজপুর১ আসনে অকল্পনীয় উন্নয়ন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
জাতীয় পার্টি যদি কোন দলের সাথে জোট করে এ ক্ষেত্রে পিরোজপুর ১ আসন আমাদের দাবি। কারণ হিসেবে উল্লেখ করেছেন অতীতেও সদর আসন জাতীয় পার্টি কে জোটগতভাবে দেওয়া হয়েছিল।
জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মুহম্মদ কাদের এমপি মহোদয়ের কাছে এটা পিরোজপুর জেলা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রাণের দাবি , একক অথবা জোট গত যে ফরমেটে নির্বাচন হোক না কেন লাঙ্গলের প্রার্থী হিসেবে পিরোজপুরে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানকেই আমরা চাই।
অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান দৈনিক জাগো কন্ঠের এই প্রতিবেদককে বলেন,
পিরোজপুর সদর - নাজিরপুর - ইন্দুরকানীর মানুষ সব সময় অবহেলিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই আসনটিতে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি।
যে এই আসনটা একসময় মহা জোটের ছিল তারা ও নিজেদের কথাই ভেবেছে এবং আসনটা বারবার কাটাছেঁড়া করা হয়েছে,
তাই আমি চাই পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও সবাইকে সাথে নিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হওয়া।
পিরোজপুর সংবাদদাতা