আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, বিমান কুমার সাহা, খোরশেদ আলম, স্বপন কুমার দত্ত, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, উপদেষ্টা দ্বীন মোহাম্মদ, আজিজুল ইসলাম, ইমতিয়াজ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ার হোসেন হেলাল সকলকে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রচার প্রচারনা চালানোর আহবান জানান। পাশাপাশি বিএনপি জোট সরকারের সময়ের অরাজকতা দুঃশাসন ও অনিয়ম মানুষের মাঝে তুলে ধরতে অনুরোধ করেন। সেইসাথে নৌকা মার্কার বিজয়ের লক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নাই বলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply