সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে এ স্লোগানে ইসলামপুরে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২২দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে গুঠাইল বাজারে চলতি অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকা বেলগাছা ইউনিয়নের ৫শত ২৮ জন জেলের মাঝে জন প্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এ সময় বেলগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আয়ুব আলী, ইউপি সদস্যবৃন্দ, সূধী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইলিশের প্রধান প্রজনন সময় নির্বিগ্ন ও মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে সরকার এ মানবিক খাদ্য সহায়তা দিচ্ছে। তাই আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
১২.১০.২৩
Leave a Reply