মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে ২৭ বোতল ভারতীয় মদসহ মোঃ জুয়েল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের নয়া রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল মিয়া নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কালোগাজির উরফে কালাচাঁনের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, মাদক প্রাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটিদল সকাল ৮টার দিকে নয়া রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বস্তায় ভরা ২৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি জুয়েল মিয়া আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply