বিশেষ প্রতিনিধি
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কর্তৃক বিদেশী নাগরিকের হারিয়ে যাওয়া iPhone 14+ মাত্র ৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও হস্তান্তর।
অদ্য ১০সেপ্টেম্বর,দুপুর ১২:০০ টায় ট্যুরিস্ট পুলিশ কর্তৃক তথ্য প্রযুক্তির সাহায্যে মাত্র ৪ (চার) ঘন্টায় উক্ত আই ফোন ১৪+ মোবাইল টি উদ্ধার করে বিদেশী পর্যটককে বুঝিয়ে দেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কর্তৃক জানা যায়,একজন ইন্ডিয়ান পর্যটক অরুনিমা দে,সহকারী অধ্যাপক,সমাজকর্ম বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত, তিনি স্বপরিবারে বাংলাদেশে সফরে এসে হারিয়ে যাওয়া iPhone 14+ হারিয়ে ফেলে।
পর্যটক হারানো মোবাইল এর জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে এসে পুলিশ সুপার মোঃ জিললুর রহমান এর সংগে দেখা করেন এবং জানান যে,তার সংগে থাকা আইফোন ১৪+ মিসিং। পুলিশ সুপার এর নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আবু সাঈদ, মাত্র ৪ (চার) ঘন্টায় উক্ত আই ফোন ১৪+ মোবাইল টি উদ্ধার করে বিদেশী পর্যটককে বুঝিয়ে দেন।