সাঁথিয়া প্রতিনিধি :
‘অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস’ এবং ‘বহুমত। বর্ণিল পথ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সমকালের ১৯বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে এবং সমকালের সাঁথিয়া প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহসভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা প্রেস ক্লাবের সভাপতি সমকাল ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন,পাবনা রিপোর্টারস ইউনিটির সভাপতি দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন,সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ সাংবাদিক আব্দুদ দাইন সরকার,সিনিয়র সাংবাদিক রতন দাস,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা,সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন,পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সহধর্মীনি মাহবুবা কাজল, সাংবাদিক মনসুর আলম খোকন,আশিক ইকবাল রাসেল,ফারুক হোসেন,তাইজুল ইসলাম,সুলভ,লুৎফর রহমান উল্কা,জনতার কথা ২৪. কমের বার্তাপ্রধান মিজানুর রহমান,প্রভাষক কামরুজ্জামান,এরশাদ আলী,পত্রিকা পরিবেশক মামুন হোসেনসহ সুধীজন প্রমুখ।
Leave a Reply