পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত ,আজ শনিবার (১৪ অক্টোবর)
পিরোজপুর জেলা জাতীয় পার্টির নতুন
কার্যালয়ে এক জরুরী কর্মীসভার আহ্বান করেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক বৃন্দ ।
উক্ত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীফ হাবিবুর রহমান
যুগ্ম আহবায়ক জেলা জাতীয় পার্টি, অধ্যাপক মোঃ জুলফিকার শরীফ যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি, মোঃ নুরুজ্জামান লিটন যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি, মোঃ তৌনিকুল হক যুগ্ন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেব পার্টি কেন্দ্রীয় কমিটি,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম বাদশা যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি,
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম সেলিম, যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি, আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব আবুল কালাম সিকদার, জাতীয় পার্টির নেতা সোহেল বিল্লাহ কাজল,
নাগরিক কেন্দ্রের সভাপতি জাতীয় পার্টির নেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফাইজুল হক কাজল তরুন সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার ,সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আব্দুল কাইয়ুম শেখ, পৌর জাতীয় যুব সংহতির আহবায়ক রাসেল হাসান মল্লিক, সদস্য সচিব মেহেদী হাসান, জেলা শ্রমিক পার্টির সভাপতি ওমর ফারুক মান্না, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সরদার ,সহ পিরোজপুর জেলার মঠবাড়িয়া, কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানি, স্বরূপকাঠি নাজিরপুর সহ পিরোজপুর সদরের অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন সম্মেলন প্রস্তুতি কমিটির মেয়াদ ৯০ দিন হলেও
১৮ মাস অতিবাহিত হওয়ার পরেও কোন সাধারণ সভা, বর্ধিত সভা, কর্মীসভা, সম্মেলন প্রস্তুতি সভা, কিছুই দিতে পারে নাই।
এবং আহ্বায়ক স্বেচ্ছায় মাননীয় চেয়ারম্যানের কাছে পদত্যাগ করেছেন ও সদস্য সচিব তার তাহার খেয়াল খুশিমতো, সংগঠনকে অসংগঠনিক ভাবে পরিচালনা করেন এবং নেতাকর্মীদের সাথে খুবই খারাপ আচরণ করেন ও পথ বাণিজ্য করেন ,এই অযোগ্য অপদার্থ কমিটি আমরা চাই না।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত করা হয় ও সর্বসম্মতি ক্রমে উক্ত অনাস্থা প্রস্তাব পাস হয়।
প্রধান অতিথি আরও বলেন আজ আমরা এখানে নতুন কমিটি নির্ধারণ করে , প্রত্যেকটা উপজেলায় কমিটি করে ।সেন্ট্রালে পাঠাবো সেন্ট্রাল যদি আমাদের কমিটি অনুমোদন না দেয় তাহলে আমরা জাতীয় পার্টি থেকে একযোগে পদত্যাগ করব।
কর্মীসভায় উপস্থিত সবাই প্রধান অতিথির বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে রেজুলেশনের স্বাক্ষর করেন ।
এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর সদর আসনে একক বা মহাজোট যে আঙ্গিকেই নির্বাচন হোক না কেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
পিরোজপুর সংবাদদাতা
মোঃ নুর উদ্দিন
Leave a Reply