রায়পুর লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রবিবার রায়পুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এর উদ্যোগে রায়পুর পৌর শহরের বাস টার্মনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওয়ালাদারের বাসভবনের সামনে গিয়ে সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, ‘রাতের অন্ধকারে দরজা ভেঙে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে নির্যাতন করে। যা কোনো সভ্য সমাজে হয় না। অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।’
বক্তারা আরও বলেন, ‘এইভাবে হামলা, মামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
সমাবেশে বক্তব্য দেন রায়পুর উপজেলা বিএনপি সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার সম্পাদক নাজমুল ইসলাম মিঠু সাবেক উপজেলা যুব দলের সভাপতি শফিকুল আলম আলমাস ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন বিএনপি সভাপতি এড জাহাঙ্গীর আলম পৌর বিএনপির নেতা নাজু সহ প্রমূখ
Leave a Reply