পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা অনুপ কুমার সিকদার ও তার পরিবারকে কু-রুচিপূর্ণ ভাষায় গালাগালি ও হত্যার হুমকি এবং দৈনিক সংবাদ,দৈনিক ইনকিলাব,দৈনিক যায়যায় দিন ও আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মিথ্যা ডায়েরীর প্রতিবাদে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজী) ও বিএনপি নেতা এইচ এম লাহেল মাহামুদ’কে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে গণমানববন্ধন করেছেন উপজেলার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায় (প্রতিদিনের সংবাদ), কে এম সাঈদ (আমাদের কন্ঠ স্টাফ রিপোর্টার),অনুপ কুমার সিকদার (দৈনিক ইত্তেফাক), জ্যোতিষ চন্দ্র হালদার (আমাদের সময়),শফিকুল ইসলাম সোহেল (দৈনিক সংবাদ), এস এম জাহিদুল হক (দৈনিক ইনকিলাব), মোঃ মশিউর রহমান (দৈনিক যায়যায়দিন), মোঃ হাসান তালুকদার (দৈনিক মানব জমিন), মোঃ সাঈদ শেখ (দৈনিক দেশের কন্ঠ) মোঃ সাজ্জাদুর রহমান (দৈনিক স্বদেশ বিচিত্রা), মোঃ শামিম হাসান (দৈনিক সময়ের আলো) এবং নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার।
এছাড়া উক্ত মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ সহ নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসময় পৃথক-পৃথক বক্তব্যে বক্তারা বলেন, নাজিরপুরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিষ্ট প্রভাষ আমীন’কে নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য করার ধৃষ্টতা দেখানো সেই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বীকৃত চাঁদাবাজ, চরিত্রহীন-লম্পট শিক্ষক এইচ এম লাহেল মাহামুদকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
বক্তারা গণ-মানববন্ধনে আরো বলেন পূর্বেও এই লাহেল মাহামুদ চাঁদাবাজী মামলায় ১ মাস জেল খেটেছেন। বর্তমানেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তার পরেও কোন অদৃশ্য ক্ষমতাবলে তিনি চাকরিতে স্থায়ী থাকেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের’কে অকথ্য ভাষায় গালাগালি,হত্যার হুমকি ও থানায় মিথ্যা ডাইরী করে এটা আমাদের বোধগম্য নয়। অরিচেই এধরনে স্বীকৃত কুলাঙ্গার শিক্ষককে চাকুরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় গণমাধ্যমকর্মীরা প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠিন কর্মসূচীর জন্য অবস্থান নিবে।