আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বন কর্মকর্তা ইসমাইল হক এর কর্মস্থলে অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।একইসাথে মৃত্যুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা যায়, ১৬ই অক্টোবর সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে মৃত ইসমাইল হক তাঁর অফিসের মালিকে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে বিশ্রাম নিবেন কেহ যেনো ডাক না দেন। মালি বাগানে কাজ করার এক পর্যায়ে ঘড়ে উঁকি দিয়ে কোন সাড়া না পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
ইসমাইল হকের অসুস্থ্যতার বিষয় উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে অফিস স্টাফ পাঠিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
মৃত ইসমাইল হকের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলা।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply