ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ‘‘ বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি” বিষয়ক বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সরকারি ইসলামপুর কলেজ হল মিলনায়তনে এ বই বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন প্রমুখ।
এ সময় সরকারি ইসলামপুর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রাজা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জোবায়েদুল ইসলাম জবা, সমাজকর্ম বিভাগের প্রধান মোসলিম উদ্দিন আকন্দ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিকুল আলম, ভূগোল বিভাগের প্রধান জুলফিকার আলী ভুট্টু, পদার্থ বিভাগের প্রধান মিনাক্ষী প্রসাদ সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান কামরুন নাহারসহ অন্যান্য বিভাগের প্রধানগণ ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান মিজু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম আল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক সাকিবসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষকদের মাঝে ‘‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি” বিষয়ক ১০০ বই ও ডায়েরি বিতরণ করা হয়।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
১৭.১০.২৩
Leave a Reply