নিজস্ব প্রতিবেদক:-
যুব সমাবেশে নেতাকর্মীদের তৃষ্ণা মেটাতে ১০ হাজার বোতল পানি উপহার দিলেন বিশিষ্ট রাজনীতিবিদ রফি আহমেদ চৌধুরী
আজ সোমবার (১৬ই অক্টোবর) ২০২৩ বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত যুব সমাবেশে দূর দুরন্ত থেকে আগত নেতাকর্মীদের তৃষ্ণা মেটাতে ১০ হাজার বোতল পানি উপহার দেন সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রফি আহমেদ চৌধুরী।
সমাবেশে কর্মীদের মাঝে রফি আহমেদের এই উপহার দেয়া পানি বাড়তি উৎসাহ যোগ করে এবং তারা রফি আহমেদের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় ও ধন্যবাদ জ্ঞাপন করে। এ বিষয়ে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রফি আহমেদ চৌধুরীর মতামত জানতে চাইলে তিনি বলেন ” দূর দুরন্ত থেকে আগত আমার সহযোদ্ধা ভাইদের তৃষ্ণা নিবারণে আমার এই সামান্য উপহার তারা সাদরে গ্রহণ করেছে বলে আমি অনেক আনন্দিত।
সকলের প্রশংসা এবং সাধুবাদ আমাকে ভবিষ্যতে এরকম উদ্যোগ চলমান রাখতে অনেক বেশি অনুপ্রাণিত করবে।
নিজস্ব প্রতিবেদক।
Leave a Reply