রায়পুর( লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রায়পুরে গতকাল মঙ্গলবার ১৭ অক্টোবর কামাল হোসেন বাবু ওরুপে কশাই বাবু সাংবাদিক সৈয়দ আহম্মদ কে প্রাণনাশের হুমকি থানায় জিডি।
কশাই বাবুর বিরুদ্ধে মাদক ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন জাতীয় ও স্হানীয় প্রএিকার ও গত ০৮ অক্টোবর ফলোবাবে পল্লীটিভিতে প্রকাশিত ও সামাজিক যোগাযোগের ভায়রাল হওয়ায় জের ধরে হুমকী প্রদর্শন ও প্রাণে মেরে ফেলার হুমকী প্রদর্শন করে।
তিনি ১০ নং ইউনিয়ন এর ০৬ নং ওয়ার্ড কশাই সিরাজুল ইসলাম এর বখাটে ছেলে।
উক্ত সংবাদের জের ধরে মঙ্গলবার সকালে আজকালের খবর পএিকার ও পল্লীটিভি
রায়পুর প্রতিনিধির বাসা সামনে এসে অকাথ্যভাষায় গালি-গালাজ ও মিথ্যা মামলাসহ প্রানে মেরে ফেলার হুমকী প্রদর্শন করে। বর্তমানে আমার স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে। এমতাবস্থায় নিরাপত্তার জন্য আমি রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
যার নং ১৪০৭,তারিখ ১৭,১০,২০২৩, বিষয়টি জহিরুল ইসলাম টিটু ও বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগের মামলার হুমকী ভয় বিথি প্রদর্শন করে।
রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম আর সুমন কে অবহিত করিলে তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাদক ব্যবসায়ী কে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানানা। রায়পুর রিপোর্ট ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন কে জানালে তিনি বলেন মাদক ব্যবসায়ী কে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া মহোদয় বলেন অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply