আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) জসীম উদ্দিন হায়দার মতবিনিময় সভা করেছেন।গতকাল রোববার (২২শে অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। সভা শেষে কমিশনার বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত পতিসর কাছারিবাড়ী, কালিকাপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের সততার সাথে কর্ম সম্পাদনের আহবান জানান। সেইসাথে সেবাপ্রার্থীরা যেনো হয়রানির স্বীকার না হন সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ্ব দেন। এসময় মিসেস কমিশনার বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলাম উপস্থিত ছিলেন।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply