খোরশেদ আলম রনি রায়পুর লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয় রায়পুর সরকারি মার্চ্চেন্টস স্কুল মাঠ প্রাঙনে। শনিবার (২১ অক্টোবর) সমাবেশের সঞ্চালনা করেন রফিকুল হায়দার বাবুল পাঠান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্ব-রাস্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জমান খান এমপি। প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের এমপি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া। তারেক আজিজ জনি সহ অন্যান্য নেত্রী বৃন্দ। স্ব-রাস্ট্র মন্ত্রী রায়পুরে একটি আর্ট স্কুল এবং একটি মন্দির উদ্বোধন করেন এবং রায়পুর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় বিশেষ আলোচনা করেন।
রায়পুর সরকারি মার্চ্চেন্টস স্কুলে রায়পুর আওয়ামীলীরে মহা সমাবেশে স্ব-রাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন বাংলাদেশকে আলোকিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কের উন্নয়ন, শত ভাগ বিদ্যুতায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষ কখনো ভুল করবে না, দেশের মানুষ অনেক সজাগ ভয় দেখিয়ে কোন লাভ হবে না।
এসময় রায়পুরের এমপি নুর উদ্দিন চৌধুরি নয়ন বলেন মাননীয় প্রথানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন রায়পুরে ১৬ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ হচ্ছে, আজ থেকে মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে, ১০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহনের জমি মালিকদের চেক হস্তান্তর করেন স্ব-রাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান