ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধিঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জামালপুরে ইসলামপুরে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশি ড: খোরশেদুজ্জামা মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টী ও জেলা আওয়ামী লীগের সদস্য এস,এম শাহিনুজ্জামান শাহিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যার্শী এস, এম শাহিনুজ্জামান শাহিন তার নিজস্ব উদোগে উপজেলার ২১টি পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস,এম জাঙ্গাগীর আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, আব্দুল আলীম, সরদার মােহাম্মদ কুতুবুল হাসান হিল্লোল ও সরদার দুদু প্রমুখ।
মনোনয়ন প্রত্যার্শী শাহিনুজ্জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমরা এ চেতনায় বিশ্বাসী। শারদীয় দূর্গাপূজা কে সার্বজনীন উৎসবে পরিণত করার লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। তিনি সবাইকে শারদীয় দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
২৩.১০.২৩