পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলা জাতীয় পার্টি
ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (২৩) অক্টোবর বিকাল ৪টায় জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়,অধ্যাপক নজরুল ইসলাম বাদশার সভাপতিত্বে।
পিরোজপুর জেলা জাতীয় পার্টি নেতা মোঃ রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদ উদ্দিন শেখ সাবেক সভাপতি জেলা জাতীয় পার্টি, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফ হাবিবুর রহমান,মোঃ তৌনিকুল হক যুগ্ন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটি, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আবুল কালাম সিকদার, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক মোঃ কাইয়ুম, পিরোজপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফয়জুল কবির কাজল, পিরোজপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মুন্সি মোহাম্মদ ওমর ফারুক নান্না ,
ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা মহিউদ্দিন জিহাদী , মাওলানা নাসির উদ্দিন শাহজাহান,পৌর সংহতির সভাপতি মোঃ রাসেল হাসান,
জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে
অধ্যাপক নজরুল ইসলাম বাদশা বলেন আজকে সারাদেশে এই উপজেলা হওয়ার কারণে উন্নয়নের জোয়ার ।
এ কারণেই এর একমাত্র দাবিদার মরহুম সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ।
তার একটা বিখ্যাত উক্তি ৮৬ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই গ্রামগুলোর মূল কেন্দ্র ছিল এই উপজেলা পরিষদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে
আমাদের দল যদি নির্বাচন করে আর যেই ফরমেটেই নির্বাচন হোক না কেন পিরোজপুর,-১ নাজিরপুর, ইন্দুরকানি আসনথেকে নির্বাচনে জাতীয় পার্টি তৃণমূলের নেতাকর্মীদের প্রার্থী, আমাদের প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, কারণ বিগত দিনগুলোতে উনি আমাদের সাথে সুখে দুখে ছিলেন, আছেন, থাকবেন।
আমরা প্রত্যেকটা কাজকর্মে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানকে পাশে পাই।
আলোচনা সভার শেষে মরহুম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর জন্য দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply