সুমন খন্দকার, ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধিঃ
নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি শেষে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অনাম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাৎসব। দেশের বিভিন্ন স্থানের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজায় মা কে বিদায় জানানোর জন্য ২৪অক্টোবর সকালে থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে সকলে । দুপুর থেকে ঢাক-ঢোলের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে আনন্দ শোভা যাত্রায় হেঁটে হেঁটে, পিকআপ,ভ্যানগাড়ি, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ-নদীর তীরে। ধোপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছেরর সুখ ও শান্তি। এসময় একে একে পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।
এবার উপজেলায় ২০টি ও পৌর এলাকা সংলগ্ন হাতিজা গ্রামে ১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪অক্টোবর) পূজামণ্ডপের প্রতিমাগুলো বিসর্জন করা হয়।
বিজয়া দশমী বিসর্জনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সুমন তালুকদার, হিন্দু কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টী শ্রী অংকন কর্মকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অমূল্য রতন পালসহ অনেকেই ।
বির্সজনে প্রশাসনের সহযোগিতায় পূজা উদযাপন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।