পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যান পরিষদ (১১ - ২০) গ্রেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যান পরিষদ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
চাকুরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদ মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা এস.এম তানভীর আহমেদ, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ আরিফ হাসান, শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমির হোসেন মাঝি।
এ সময় সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি