মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম; ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ।
২৪ অক্টোবর জোরারগঞ্জ থানাধীন এলাকা হতে রাত আড়াইটায় ১টি সিএনজিযোগে পালানোর চেষ্টাকালে সিএনজিটিকে আটক করে।
গোপন সংবাদে জোরারগঞ্জ বিএসআরএম গেটের বিপরীত পার্শ্বে ডাকাতি সলাপরামর্শ প্রস্তুতকালে ডাকাত চক্রদের আটক করে। আটক ৪জন আসামিরা হল ১। মোঃ রেজাউল করিম (২৪), ২। মোঃ ফজল করিম (২১), উভয় পিতা- মোঃ আলাউদ্দিন, ৩। মোঃ ফরহাদ (১৮), পিতা - মোঃ নুর নবী এবং ৪। মোঃ মমিন উদ্দিন (২৩), পিতা- মোঃ নাছির উদ্দিন, সর্ব সাং-মধ্যম সোনাপাহাড় টুরিটিলা, থানা- জোরারগঞ্জ, চট্টগ্রাম।
আটককৃত আসামি জব্দকৃত সিএনজি তল্লাশী হতে ৩টি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃৃশ বড় ছোরা, ০২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ,তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়- বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোরারগঞ্জ থানায় হস্তান্তর
করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন, র্যাব সহকারি সিনিয়র পরিচালক,মিডিয়া অফিসার নুরুল আবছার।