গত শনিবার (২১ অক্টোবর) ২০২৩,
সকাল ৮:৪০ ঘটিকায় একটা জাতীয় দৈনিক , কিছু ফেক আইডি থেকে ও
একটি ভুয়া অনলাইন পোর্টালে,
আমাকে জড়িয়ে প্রকাশিত “পিরোজপুরের ডালিম খানের
রমরমা মাদক বাণিজ্য” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়।
যাহা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া। আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী ,আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার এলাকায় করোনা কালীন সময় কিছু সামাজিক কাজ করেছি । এলাকার সাধারন মানুষ আমাকে অনেক ভালবাসে তাই আমার প্রতিপক্ষের ইন্ধনে কোন ধরনের যাচাই বাচাই না করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এহেন ঘৃর্ন্য ও জগন্য কাজ করেছে।
আমি উপরে উল্লেখ করেছি আমি একজন রাজনৈতিক কর্মী, ঢাকায় দলীয় কার্যালয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে পুলিশ আমাকে রাজনৈতিক মামলায় চালান দিয়ে দেয়, পরে জানতে পারি পুলিশ আমাকে একটি মাদক মামলা চালান দিয়েছে।
এছাড়া আমার নামে কোন মামলাও নাই।
আমি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রকৃত ঘটনা জেনে সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি, অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
ধন্যবাদান্তে
মোঃ ডালিম খান ( ৩৭)
পিতা: আব্দুর রাজ্জাক খান
মাতা: আনজিরা বেগম
১ নং শিকদার মল্লিক ইউনিয়ন -৯ নং ওয়ার্ড, পিরোজপুর সদর উপজেলা পিরোজপুর।
Leave a Reply