খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরে এক সপ্তাহে দুই মন্ত্রীর আগমনে নতুন মোড় নিয়েছে স্থানীয় রাজনীতি। ক্ষমতাসীন দলের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর দুই জনসভায় ঢল নামে হাজারো নেতাকর্মীর। সপ্তাহের প্রথম দিন শনিবার (২১ অক্টোবর) জেলার রায়পুরের এক জনসভায় যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সেদিন রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠের দলীয় জনসভায় মন্ত্রী বলেন,”শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে কি না করেছেন। এখন আমরা উন্নয়নের মহাসড়কে। আমি আপনাদের সাফ জানিয়ে দিতে চাই- নৌকার বিকল্প নৌকা।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দূর্গ হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আওয়ামী লীগের শক্ত অবস্থানের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন দলীয় নেতাকর্মীরা। শনিবারের সে জনসভার পর নেতাকর্মীরা শ্বাস না ছাড়তেই একই সপ্তাহের শেষ দিন শুক্রবার (২৭অক্টোবর) ছুটে আসেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর একই জনসভার মাঠে বক্তব্য রাখেন তিনি।
জনসভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। নাশকতা বিএনপি-জামায়াতের কাজ। আওয়ামী লীগ সরকার না থাকলে আমরা আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থানে থাকতাম। বাংলার মানুষ ধর্মভীরু মানুষ। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি। বিএনপি-জামায়াত রাজনীতি করে না তারা অপরাজনীতি করে।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর দুই আসনসহ বাকি আসনগুলোয় মহাজোটের প্রার্থীর বিপরীতে দলীয় একক প্রার্থী দিতে কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে এ দুটি জনসভার গুরুদায়িত্ব কাঁধে নেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। পাশাপাশি তৃনমূলের নিস্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় ও সক্রিয়দের অতি সক্রিয় করতে এই উদ্যোগ- জানিয়েছে দলটি।
জনসভায় বক্তৃতাকালে দলীয় অবস্থান পরিস্কার করার পাশাপাশি শিক্ষাখাতের উন্নয়ন কর্মযজ্ঞের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য যে, জনসভার আগে তিনি রায়পুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন।
Leave a Reply