নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
আজ শনিবার (২৮ অক্টোবর)বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ নিহত সহ অনেকেই আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি তাৎক্ষণিকভাবে।
রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেল।
দীর্ঘ ১৭ বছর পর আবারো রাজনৈতিক উত্তেজনায় শীর্ষে আলোচিত ২৮ অক্টোবর। সরকার পতনের ধারাবাহিক আন্দোলনের এটি একটি ঐতিহাসিক দিন।
বিএনপি জামাতের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয় পুলিশ সদস্য,সাংবাদিক,একপর্যায়ে আওয়ামী লীগের সাথে বিএনপির একে অপরের উস্কানিমূলক স্লোগান তর্কাতর্কির শুরু হয় সংঘর্ষ ভাঙচুর। পুলিশ কর্তৃক জামাতের অনেক আহত হওয়ার খবর পাওয়া যায়।পুলিশ বিএনপি-জামাতের সংঘর্ষের চিত্র ভিডিও বাস্তব পরিস্থিতি মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। সমাবেশস্থল সহ আশপাশের এলাকা।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন,নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। সেখান থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। বিকাল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
রাজধানীতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ১৯ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।