খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রায়পুরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাস এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক, এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল কাজি ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল অমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply