মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পূর্ব ঘোষিত অবরোধের আগের রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর পেয়ে অগ্নিনির্বাপণকারী দুইটি গাড়ি এসে আগুন নিভিয়ে ফেলে।
সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জিইসি মোড়ে গরীবুল্লাহ শা কাউন্টার সংলগ্ন ইউনেস্কো মার্কেটের পাশে,কে স্কোয়ার কনভেনশনের সামনে বিয়ের বরযাত্রী নিয়ে আসা বাসে আগুন দিয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা রাত সাড়ে ১০টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
ঘটনাস্থলে সিএমপির একাধিক টিম ছুটে আসে। খুলশী থানার একজন কর্মকর্তা জানান,বাসে আগুনের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি দেবাশীষ লাল দেবু সহ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান। রাজনীতির নামে বিএনপি জামাতের আন্দোলন অবরোধের নামে জ্বালাও পোড়াও অনিষ্ঠকারী দুর্বৃত্তদের চট্টগ্রামের এই টেরোরিস্ট দলগুলো বাংলাদেশ থেকে দ্রুত নির্মূল করা প্রয়োজন। শক্ত হাতে এদের নির্মূল করা প্রয়োজন।
Leave a Reply