আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে:
নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সমবায় গড়ছি দেশ স্নাট হবে বাংলাদেশ”এ প্রতিপদ্যে কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় সমবায় দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা সমবায় অফিসার মোঃ নেজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্চিতা বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার আত্রাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নিপেনদ্রনাথ দত্ত দুলাল সভাপতি আত্রাই উপজেলা আওয়ামী লীগ, মোঃ আক্কাছ আলী সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা আওয়ামীলীগ,মোঃ হাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই, মমতাজ বেগম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আত্রাই। আলোচনা সভা শেষে সমবায় সদস্যদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply