নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে দ্বিতীয় দফায় আহুত ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন পালিত হয়েছে সড়কে গাছ কেটে বাঁধা সৃষ্টি করে দেন গাড়িতে সংযোগসহ নানা আন্দোলন এবং কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে আভ্যন্তরীণ ও দূর-পাল্লা সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রেখেছে। ফলে আভ্যন্তরীণ ও দূর-পাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপি ও জামাত নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করা জীবন জ্যোতি সত্ত্বেও নানা প্রতিবন্ধীকতার মধ্য দিয়ে ভয় প্রীতি আতঙ্কে দিন কাটছে। নেতাকর্মীদের মামলা,হুমকি,নেতাকর্মীদের বাড়ি-বাড়ি তল্লাশি ও গ্রেফতার ঝুঁকি উপেক্ষা করে অবরোধকর্ম সূচি পালন এবং প্রয়োজনীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে।
চলমান আন্দোলনে ৮টি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছে অন্তত ৫২ জন নেতাকর্মী।
খাগড়াছড়ি জেলা বিএনপির গণমাধ্যম বিভাগ থেকে প্রেরিত তথ্যে জানা গেছে, হরতাল ও চলমান অবরোধে খাগড়াছড়ির ৮টি উপজেলায় প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক ৮টি মামলা হয়েছে। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামিও রয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এসব মামলাকে গায়েবি দাবি করে বলেন, কোথাও কোন ঘটনা না ঘটলেও বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত জেলার ৫২ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মাটিরাঙা উপজেলা বিএনপির অফিস ভাংচুরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করা হলেও প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
Leave a Reply