নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগাড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের দোপাদাহ গ্রামে রোকসানা বেগম (৩২)কে ২ কেজি গাজা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা।
৪ নভেম্বর শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম লোহাগড়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০১ জনকে ০২(দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পরিদর্শক মোঃ আব্দুস সালাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।
আসামী- ১। রোকছানা বেগম (৩২), স্বামীঃ আল আমিন, মাতাঃ শিল্পী ২।আল আমিন, (পলাতক) (৪০) পিতাঃ মৃত মমিনউদ্দিন শেখ মাতাঃ আখিরোন নেছা, উভয়ের সাং- ধোপাদাহ পূর্ব পাড়া থানা- লোহাগড়া , জেলা- নড়াইল।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনার অংশ হিসেবে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে অভিযান পরিচালনা করে রোকসানা বেগমকে গাজাসহ আটক করা হয়। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।