সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের ব্যবসায়ি প্রতিষ্ঠান মাহি পোল্ট্রি ফার্মের ১৪৬৯৫০০ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ১১ ই নভেম্বর শনিবার লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ আঞ্জুমানারা বেগম (৪৮)। তিনি অভিযোগে বলেন, আমার স্বামী বর্তমানে রাজনৈতিক মামলার একজন পলাতক আসামী। এমতাবস্থায় আমার স্বামীর অনুপস্থিতির সুযোগে ০৯/১১/২০২৩ তারিখে দিবাগত রাতে অনুমান ১২.৩০ মিনিটে
অজ্ঞাতনামা ৬০/৭০ জন দুষ্কৃতিকারী প্রত্যেকে মুখোশ পড়া অবস্থায় হাতে রামদা, ধারালো বেকী ও ২টি বড় পিক-আপসহ সজ্জিত অবস্থায় সাতপাটকী মৌজাস্থ আমার বাড়ি হইতে অনুমান ৩৫০ গজ উত্তর-পূর্ব দিকে (হাইওয়ে রাস্তার উত্তর দিকে থাকা ) আমার স্বামীর ব্যবসায়িক প্রতিষ্ঠান মাহি পোল্ট্রি ফার্ম এর গেটে আসিয়া ফার্মের
পাহারাদার মোঃ মশিউর রহমানকে
গেট খুলিয়া দেওয়ার জন্য বলিলে উক্ত পাহারাদার ঐ দুষ্কৃতিকারীগণকে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দেখিয়া ভয় পেয়ে দ্রুতগতিতে ঐ ফার্মের পিছনের নেটের বেড়ার উপর দিয়ে বাহির হইয়া সোজা উত্তর দিকে দৌড়ে পালিয়ে যায় এবং নিজের জীবন রক্ষা করে। অতপরঃ উক্ত দুষ্কৃতিকারীগণ নেট কাটিয়া ও গেটের তালা ভাঙ্গিয়া ফার্মের মধ্যে প্রবেশ করে।
তাহারা রাত্রি অনুমান ৩টা পর্যন্ত সময়ে উক্ত ফার্মে থাকা নিম্নবর্ণিত মালামাল লুন্ঠন করে একটি অজ্ঞাতনামা পিকআপ-এ উঠাইয়া অজ্ঞাতনামা স্থানে চলিয়া যায়। উল্লেখিত ঘটনার পর সকাল ৭টার সময় পাহাড়াদার মশিউর আমার নিকট উপস্থিত হইয়া উক্ত ঘটনার কথা বলে ও আরও জানায় সেই সময় তার ব্যবহৃত মোবাইলটি হারিয়ে ফেলিয়াছে। পড়ে আমি আলতাফ হোসেন ,হাবিবুর রহমান , মিজানুর রহমান গণসহ আরও অনেক লোকজনকে নিয়া ঐ ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা দেখি ও শুনি।
হারিয়ে যাওয়া মালামালের বিরবণ:
জেনারেটর ২টি (৭৫०002), ড্রাম (৪টি×২০০০),মোটর ২৫ হরর্স (২×00000 ) বালতি (১০X৬০০ )মোটর ১০ হরর্স (২৫000X2 )গামলা (২০×৫০০)মোটর ৪ হরর্স (১০০ X2 )প্লাস্টিক ডিম ট্রে (১৫০০পিস X ২০)বৈদুত্যিক পাখা ৭০টি ( ৩০০০x৭০)
বাল্ব (১২০পিস ৩০)ফীড মিকচার মেশিন ১টি
হ্যালোজেন বাল্ব (৪টি x ২৫০০ )ওয়েট খেল ১টি,এস এস নেট রোল ৩টি,ওয়েট স্কেল ১টি
ভুট্টা (৫০ বঙ্কা x 1920 )স্প্রে মেশিন (৪টি×২৫০০ )রেডি ফিড ২.৫০ টন
নলকুফ (২টি ৪০00)ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ১টি সর্বমোট বর্তমান মূল্যের
১৪৬৯৫০০টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুমানারা আরো বলেন, রাজনীতি থাকবে মাঠে তাই বলে আমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্টানে কেন এত ভাংচুর ও ক্ষতি হবে। তাদের ভয়ে বাইরে বের হতে পারতেছি না।
খুব অসহায় অবস্থায় ঘর বন্ধ হয়ে আছি।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।