নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (২৫-৩০ নভেম্বর,২০২৩) উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা ও পরিবার-পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠদের সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল পরিবার-পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সম্মননা স্মারক প্রদান ও এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী পদে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ডালিয়া পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ন কবির, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদে ভদ্রবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রোজিনা খাতুন,উপসহকারি মেডিকেল অফিসার পদে কলিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারি মেডিকেল অফিসার মোঃ আলীমুজ্জামানকে সম্মননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
নড়াইলের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ,কে,এম, সেলিম ভূঁইয়া এর সভাপতিত্বে সহকারী উপ-পরিচালক তুহিন কান্তির সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জাহাঙ্গির আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ ছাড়া সরকারি কর্মকর্তা, চিকিৎসক,এনজিও প্রতিনিধি,পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।