নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন যথাক্রমে নড়াইল সংসদীয় আসন -১ থেকে বর্তমান এম পি কবিরুল হক মুক্তি ও নড়াইল- ২ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান এম পি মাশরাফি বিন মোর্ত্তজা।
বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে এই দুইজন প্রার্থীর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে নড়াইল, লোহাগড়া ও কালিয়ায় ব্যপক শোডাউন ও মিষ্টি বিতরণ করেছে দলীয় কর্মি সমর্থকেরা।
রোববার ২৬ শে নভেম্বর বিকেলে মাশরাফি বিন মোর্ত্তজার সমর্থকেরা নড়াইল শহর ও লোহাগড়া এলাকায় ব্যান্ডদল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, মিষ্টি বিতরণ আতশবাজি ও পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১২ জন এবং নড়াইল -২ আসন থেকে ২৪ জন মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাকিল আহমেদ
নড়াইল প্রতিনিধি
Leave a Reply