পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর সদর উপজেলার কালাখালী ইউনিয়নের উত্তর চলপুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,
আজ বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস মাঝি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা বিলকিসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রহিমা বেগম মায়া, সহকারী শিক্ষক রাজিয়া খানম, জমি দাতা সদস্য দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আব্দুস সালাম, সহকারী শিক্ষক ইসরাত জাহান সেতু, লায়লা আক্তার, রাশিদা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি তার বক্তব্যে বলেন , আন্তরিক ও নিষ্ঠার সাথে পাঠদান প্রত্যেক শিক্ষকের নৈতিক দায়িত্ব। সুশিক্ষা জ্ঞান লাভই হতে পারে একজন ব্যক্তিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে। কারণ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলা বদ্ধ করতে প্রয়োজন সুশিক্ষা। পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে এবং শিক্ষার গুণগত বজায় রাখতে হবে শিক্ষকদের ধৈর্যশীল হয়ে ক্লাসে ছাত্র/ ছাত্রী দের পড়াতে হবে।
পিরোজপুর সংবাদদাতা।