গংগাচড়া (রংপুর) প্রতিনিধি,
রংপুরের গংগাচড়া উপজেলার নোহালীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে জার্মান দূতাবাসের সহযোগিতায় মানবাধিকার প্রতিষ্ঠায় সকল অংশীজনের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম বাচ্চু-র সভাপতিত্বে বাংলাদেশ এর অঞ্চল সমন্বয়কারী রজেশ দে বলেন, মানবাধিকার বলতে তথ্যের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ বুঝায়। সুন্দর ও নিরাপদ ভাবে বেঁচে থাকার জন্য সকল শ্রেণীর মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃতিক বিষয়সহ যাবতীয় অধিকার নিশ্চিতকরণ। এক্ষেত্রে আইনের চোখে সবাই সমান। এজন্য সকলের সমান মর্যাদার অধিকার রক্ষা করে সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।এভাবেই মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
স্থানীয় মসজিদের ইমাম ওবায়দুর রহমান বলেন, মসজিদের মুসল্লীদের মাঝে জুমার খুতবায় মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামী বিধান অনুসারে সচেতন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য যুগোপযোগী বক্তব্য পেশ করবো।
ইউপি সদস্য শফিকুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে সভার মর্মবাণী তুলে ধরে বলেন, শুধুমাত্র মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করা সম্ভব। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। মানবাধিকারই মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করতে সাহায্য করে।মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ এর অঞ্চল সমন্বয়কারী রজেশ দে ও নাগরিক প্রজেক্ট সমন্বয়কারী ফিরোজ শরীফ তমাল কোলকোন্দ ইউনিয়ন সমন্বয়কারী নূর আমিন, কেএনবি স্কুলের প্রধান শিক্ষক আমিনুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান রনি, নোহালী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, সুরেশ চন্দ্র, সাবেক ইউপি সদস্য কুদ্দুস আলী, ইউনিয়ন পরিষদ ডিজিটাল উদ্যোক্তা সুকদেব রায়, এমবিবিএস ডাক্তার মোহাম্মদ মোস্তফা জামান, ফ্রিল্যান্সার ওয়াহিদ ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার সুমন মিয়া, প্রাইমারি স্কুল শিক্ষক পরিতোষ কুমার রায় ও স্থানীয় ইমাম,পুরোহিতসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোহালী ও আলমবিদিতর ইউনিয়ন সমন্বয়কারী চন্দ্র শেখর রায়।
Leave a Reply