আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় ৮ম’ শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক ছাত্রী কে অপহরণ। নাটোর থেকে (ভিকটিম) ছাত্রীকে উদ্ধার সহ মূলহোতাকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পর চৌকস অভিযানিক দল। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং সিনিয়র এএসপি সঞ্জয় কুমার এর নেতৃত্বে নাটোর জেলা সদর উপজেলার উত্তর বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের শিকার নওগাঁর বদলগাছী উপজেলার ৮ম’ শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী কিশোরী (ভিকটিম) কে উদ্ধার সহ এজাহার ভুক্ত মূলহোতা অভিযুক্ত শফিকুল ইসলাম মুরাদ (২২) কে আটক করেন র্যাব। আটককৃত শফিকুল ইসলাম মুরাদ নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামের শামীম হোসেন এর ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানান, নওগাঁর বদলগাছী থানার মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মার্জিয়া সুলতানা লিজা ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী। সে গত ২২ নভেম্বর সকাল সারে ৯ টারদিকে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তাকে (ভিকটিম) ছাত্রীকে অপহরণ করেন আসামী। এঘটনায় (ভিকটিম) ছাত্রীর ভাই বাদী হয়ে ২৪ নভেম্বর তারিখে বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল ইসলাম মুরাদ কে মূল আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব আরো জানান, মামলার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র্যাব-৫, সিপিসি-৩, অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার সহ অভিযুক্ত মূলহোতাকে আটক করেন। পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ
Leave a Reply