মোঃ তৌফিক হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
আজ ১৩ ডিসেম্বর কাহালু হানাদারমুক্ত দিবস উপলক্ষে অদ্যই বুধবার সকালে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা ও স্মৃতিকথায় কাহালুর’ ৭১ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত হানাদারমুক্ত দিবস অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাহালু উপজেলা নিবাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, মিটু চৌধুরী, কাহালু পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু সরকারি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান মাসুদ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, স্মৃতিকথায় কাহালুর’ ৭১ বইয়ের সম্পাদক সাংবাদিক মুনসুর রহমান তানসেন, কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Leave a Reply