মোহাম্মদ মাসুদ স্টাফ রিপোর্টার
টেকনাফে বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক দুটি অভিযানে ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজেস্ব গোয়েন্দা সূত্রের তথ্যে ৭০হাজার পিস ইয়াবা ও ০১টি প্রাইভেট কারসহ একজন আটক।
১৩ ডিসেম্বর দুপুর ১২টায়,বিজিবি’র অভিযানে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেট কারটিও আটক করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার ডেইলপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ রাসেল (১৯) বলে জানা যায়।
টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকের একটি চালান পাচারকালে অধীনস্থ দমদমিয়া,হোয়াইক্যং,খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি ও অস্থায়ী তল্লাশিতে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী চালককে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী চালকের সীটের নীচে হতে ট্যাবলেট মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেট কারটিও আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গতকাল রাতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ শামসুলের ঘের নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পৃথক দুটি অভিযানে ৭০হাজার পিস ইয়াবা ও ০১টি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
Leave a Reply