পিরোজপুর প্রতিনিধি:-
শ্রদ্ধা আর ভালোবাসায় পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর ) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ।
এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাহ,সহ জেলার বিভিন্ন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গালর্স গাইড, সরকারী শিশু পরিবার, বিভিন্ন শিশু কিশোর ও যুব সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বেলা ১২টায় পিরোজপুর পৌরসভা মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
বিকেলের জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় একটু ফুটবল ম্যাচ অংশগ্রহণ করেন জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ।
পিরোজপুর সংবাদদাতা