মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
সারা দেশের ন্যায় শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও বিজয় দিবস। ১৬ ডিসেম্বর শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, শেরপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দসহ শেরপুর পৌরসভা, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।