ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কা প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
সোমবার (১৮ডিসেম্বর) বিকালে জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে লাঙ্গল মার্কার একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এমপি প্রার্থী কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।
এ সময় নেতাকর্মীরা লাঙ্গল মার্কা শ্লোগানে মুখরিত করে মিছিল করতে করতে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। দীর্ঘদিন দিন পর নির্বাচনী মিছিল দেখে উচ্ছসিত সাধারণ ভোটাররা।
দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারা যার যার অবস্থান থেকে সাধারণ ভোটারদের কাছে গিয়ে লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করবেন। আমার বিশ্বাস আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। সকল নেতাকর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে হবে।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
১৮.১২.২৩
Leave a Reply