সাগর নোমানী, রাজশাহী ব্যুরো:
ঐতিহাসিক রাজশাহী ৫২তম মুক্ত দিবস আজ। আজকের দিনে স্বাধীন বাংলার প্রথম পতাকা উড়েছিল রাজশাহীতে। তাই রাজশাহীবাসীর স্মৃতিপটে দাগ কেটে যাওয়া ঐতিহাসিক এক স্মরণীয় দিন আজ।সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ দিবস পালন করা হয়। দিবসটি পালনে এদিন বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু,
এসময় উপস্থিত ছিলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া আহবায়ক সাগর নোমানী ,হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন সভাপতি কাজি আসাদুর রহমান টিটু, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক রাহায় ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাতাব,সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম জাকি,সহ-মহিলা বিষয় সম্পাদক উম্মে নাজনীন, বিএমএসএস রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু, মহিলা বিষয় সম্পাদক মৌসুমি আক্তার, সাংবাদিক সানোয়ার আরিফ, প্রমূখ।
Leave a Reply