মোঃ মোতালেব হোসেন
সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় মাসে বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা, পৌর এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪ টায় বিজয় র্যালী সিংড়া কোর্ট মাঠ থেকে শুরু হয়ে থানা মোড়, জয়বাংলা মোড়, মাদ্রাসা মোড়, বাসস্ট্যান্ড হয়ে কোর্ট মাঠে শেষ হয়।
বিজয় মিছিলে নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর -৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে বাদ্যযন্ত্রের তালে তালে নৌকার শ্লোগানে মুখরিত করে তোলে। হাজার হাজার নৌকা প্রেমিক নারী – পুরুষ জাতীয় পতাকা এবং নৌকার প্রার্থী পলকের প্লেকার্ড নিয়ে অংশ নেন।
Leave a Reply