নিউজ ডেস্ক :
বিএনপির নেতাকর্মীরা আগুন সন্ত্রাস চলমান রাখলে তাদের বাড়িঘর, দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার জেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
শোভাযাত্রাটি লালদীঘির মাঠ থেকে শুরু হয়ে বক্সিরহাট, আন্দরকিল্লা, সিটি করপোরেশন চত্বর হয়ে মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
আজম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি নামক ধান্দাবাজদের দলটি এখন গুপ্ত সংগঠনে পরিণত হয়েছে। হরতাল ও অবরোধের নামে গুপ্তঘাতক বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিবহন, ট্রেন ও সরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছে। এমনকি আগুনে পুড়িয়ে মানুষ হত্যাও শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাদের বাড়িঘর, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠানের তালিকা আমরা তৈরি করে রেখেছি। তারা যদি আগুন সন্ত্রাস চলমান রাখে তাহলে তাদের বাড়িঘর, দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠানকে আমরা টার্গেট করতে বাধ্য হব।’
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
Leave a Reply