শাকিল আহমেদ, নড়াইলঃ
২১ ডিসেম্বর সকাল ১০ টায় সময় জেলা ও দায়রা জজের কার্যালয়ে নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমাচ হোসেন মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমাচ হোসেন মৃধা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কবির উদ্দিন প্রামানিক পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নড়াইলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
এসময় জনাব মোঃ মমিনুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; জনাব বেগম সেলিনা আক্তার, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; জনাব সাবরিনা চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব হেলাল উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব মোঃ জুয়েল রানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব আমাতুল মোর্শেদা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নড়াইল উপস্থিত ছিলেন।