মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের পতেঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বেইজ ডিপো ওয়্যারহাউজ-২ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেটি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন সোসাইটির মাননীয় চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
গত বুধবার (২০ডিসেম্বর)সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রমে উদ্বোধন করা হয়।
দেশে প্রথমবারের মতো জেটিসহ বেজ ডিপো নির্মাণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এসময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, চট্টগ্রাম বেজ ডিপোর নতুন সংস্করণের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিপো সম্পর্কিত কার্যাবলি আরও প্রসারিত হবে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করে মাননীয় চেয়ারম্যান বলেন, “বেইজ ডিপোর নতুন সংস্করণ এর মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ডিপো সম্পর্কিত কার্যাবলি আরো সুপ্রসারিত হবে।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ট্রেজারার এম.এ.সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য এম. মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ আতিকুল হক শামীম, মহাসচিব কাজী শফিকুল আজম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, IFRC এর হেড অব ডেলিগেশন এলিনা নায়ান্নেকোভা সহ সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা।