নিউজ ডেস্ক :
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত পরীক্ষার রুটিনে এই তথ্য জানানো হয়েছে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সাল থেকে শিক্ষাসূচি এলোমেলোভাবে চলছে। সময়মতো বোর্ড পরীক্ষা নেওয়া যায়নি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে।
সেই হিসেবে আগামী বছর এসএসসি পরীক্ষা স্বাভাবিক সূচিতে ফিরল। এরই মধ্যে ফরম পূরণ শেষ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে এইচএসসি পরীক্ষা আগামী বছরও স্বাভাবিক সূচিতে ফিরতে পারছে না। জুন মাসের মাঝামাঝিতে নেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের।
Leave a Reply