ইসলামপুর (জামালপুর):
জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. শাহীনুজ্জামান শাহীন উচ্চ আদালতের রায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ায় আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম থেকে একটি আনন্দ মিছিল ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সহস্রাধিক কর্মী সমর্থকরা অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. শাহিনুজ্জামান শাহীন। মিছিল শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে
এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী এস.এম. শাহীনুজ্জামান শাহীন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর ও সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বিএসসিসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে স্বতন্ত্র এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. শাহীনুজ্জামান শাহীনকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।